সূচনা পত্র:

মাওলানা লোকমান আহমদ আমীমীর পূণ্যময় স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উৎসর্গ করা হলো এই ওয়েবসাইট “আমীমী ডট অর্গ”। তিঁনি সুদীর্ঘ ৫৫ বছর (১৯৬৩-২০১৮) ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ ও ঈদগাহের পেশ ইমাম ও খতীব হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধর্মীয় শিক্ষকতা করেন ২৫ বছর (১৯৭১-১৯৯৬)। তিঁনি ছিলেন নীরব সাধক, আহলে সুন্নাতের অনুসারী ও অত্যন্ত প্রচার বিমূখ ও নিবেদিত ধর্মীয় নেতা। ধর্মীয় সহিষ্ণুতা, সহনশীলতা ও মুক্তচিন্তাকে সযত্নে ধারণ করতেন ও প্রচার করতেন। আলিয়া মাদ্রাসার ছাত্রাবস্থায় তিঁনি বন্ধুদেরকে নিয়ে যোগ দেন ৫২’র ভাষা আন্দোলনে। তাঁর স্মৃতিচারণ বাংলা একাডেমী থেকে প্রকাশিত একুশের সংকলনে স্থান করে নিয়েছে। ঢাকার মোহাম্মদপুরে ৭১ নিয়ে তাঁর স্মৃতিচারণ এখন গ্রন্থিত। অসংখ্য ধর্মীয় বিষয়ে তিঁনি লিখেছেন এবং অনুবাদ করেছেন। আমীমী’র পাতায় তাঁর জীবনকর্ম ও ধর্মীয় লেখাগুলো তুলে ধরার চেস্টা করা হবে। ২০২০ সালের ২৮ জানুয়ারী তিঁনি আমাদের সবার মায়া ছেড়ে এই পৃথিবী ছেড়ে ফিরে গেছেন মহান করুণাময় আল্লাহতাআলার কাছে। রাব্বুল আলামীন তাঁকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করুক। আল্লাহপাক আমাদেরকে হেদায়াত দান করুক, সুন্নাতের পথে চলার তাওফিক দিয়ে ইহকাল ও পরকালে সফল করুক। আমীন।